নেতাই গণহত্যায় মৃতদের স্মরণসভায় যোগ দিতে চান। এই আবেদন নিয়েই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও গত বছর পুলিশি হয়রানির শিকার হতে হয়েছিল বলেও আদালতে অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক। সেই সঙ্গেই এবছর নেতাই গণহত্যায় মৃতদের স্মরণসভায় যোগ দিতে আদালতের প্রয়োজনীয় নির্দেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। আদালত সূত্রে খবর, বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। এই মামলার শুনানি হতে পারে আগামী ৪ জানুয়ারি।