প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় বড় পদক্ষেপ! ৪২ হাজার ৯৪৯ জনের প্যানেল প্রকাশের জন্য পর্ষদকে নির্দিষ্ট সময় বেঁধে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এই বিষয়ে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ উঠে আসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার স্বার্থে সম্পূর্ণ প্যানেল প্রকাশের কথা বলেছিলেন বিচারপতি সিনহা।
এদিন সেই প্রসঙ্গ উল্লেখ করে, পর্ষদকে আগামী ১০ দিনের মধ্যে প্রাথমিকের ৪২ হাজার ৯৪৯ জনের সম্পূর্ণ প্যালেন প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদি আগেই সেই প্যানেল প্রকাশিত হয়ে গিয়ে থাকে, তাহলে তার হার্ড ও সফট কপি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা দিতে হবে। ১৫ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।