তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ মামলায় সংসদের সচিবের কাছ থেকে জবাব তলব করল দেশের সর্বোচ্চ আদালত। বুধবার সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ১১ জানুয়ারির মধ্যে হলফনামার আকারে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
প্রসঙ্গত, নগদের বিনিময়ে আদানির বিরুদ্ধে প্রশ্ন কাণ্ডে এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে লোকসভা। যদিও মহুয়া দাবি করেন, এই বরখাস্তের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। কারণ এথিক্স কমিটিতে তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি।