বৃহস্পতিবার মধ্যরাতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু’র ভয়েস স্যাম্পেল টেস্ট সম্পন্ন করল ইডি। জানা যাচ্ছে, এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসক ও ইডির আধিকারিকদের উপস্থিতিতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। এরপরে ফের তাঁকে ফিরিয়ে আনা হয় এসএসকেএম হাসপাতালে।
ইডি সূত্রে খবর, কালীঘাটের কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যেই পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে। সেখানে আগে থেকেই মজুত রয়েছে, কালীঘাটের কাকু’র মোবাইল ফোনের একাধিক রেকর্ডিং। দুই কণ্ঠস্বর মিলিয়ে দেখার কাজ করবেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কালীঘাটের কাকুর কথোপকথন হয়েছে বলে দাবি ইডির তদন্তকারীদের। সেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতেই এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ বলে খবর।