Sambad Samakal

Kolkata HC: এসএসকেএমে ভর্তি কত জন প্রভাবশালী? কেন রিপোর্ট তলব হাইকোর্টের?

Jan 4, 2024 @ 4:05 pm
Kolkata HC: এসএসকেএমে ভর্তি কত জন প্রভাবশালী? কেন রিপোর্ট তলব হাইকোর্টের?

কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হলেই ‘প্রভাবশালী’রা আশ্রয় নিচ্ছেন এসএসকেএম হাসপাতালে! এমনই অভিযোগকে সামনে রেখে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন বেঞ্চ প্রশ্ন তোলে, কেন শিশুদের জনয় বরাদ্দ আইসিইউ বেডে ভর্তি করা হয়েছিল সুজয়কৃষ্ণকে? কেন দিনের পর দিন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে এসএসকেএমে রাখা হচ্ছে? তাঁদের কার কার, কী কী ধরনের চিকিৎসা চলছে?

এরপরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন, কোন কোন প্রভাবশালী ব্যক্তি এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন? তাদের কতদিন ধরে কী চিকিৎসা চলছে? সমস্ত তথ্য হলফনামার আকারে জমা দিতে হবে আদালতে। চলতি মাসের শেষের দিকে ফের এই মামলার শুনানি হবে।

Related Articles