বছরের শুরুতেই কলকাতায় ফিরেছে ঠান্ডার আমেজ। বৃহস্পতিবার সকাল থেকে মোটামুটি পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শীতল অনুভূতি বজায় থাকবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েক দিনে ফের ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রার পারদ। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৩ শতাংশ।