Sambad Samakal

Mamata: সরকারি নথিতে আজ মুখ্যমন্ত্রী মমতার জন্মদিন, তবে তাঁর আসল জন্মদিন কবে, জানেন?

Jan 5, 2024 @ 3:34 pm
Mamata: সরকারি নথিতে আজ মুখ্যমন্ত্রী মমতার জন্মদিন, তবে তাঁর আসল জন্মদিন কবে, জানেন?

আজ ৫ জানুয়ারি। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সরকারি নথি অনুযায়ী, ১৯৫৫ সালের আজকের দিনেই জন্মেছিলেন তিনি। তবে এদিনটি যে তাঁর আসল জন্মদিন নয়, তা নিজের বইতে অকপটে স্বীকার করেছেন মমতা। সরকারি নথি অনুযায়ী, এদিন ৬৯ বছরে পরলেন তিনি।

যদিও নিজের ‘একান্তে’ বইয়ের ৮৪ নম্বর পাতায় মমতা লিখেছেন, “মা’র কথা অনুযায়ী, দুর্গাপুজোর মহাষ্টমীর দিন, সন্ধিপুজোর সময়ে আমার জন্ম। এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পরে নাকি বৃষ্টি থেমে যায়।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল জন্মদিন নিয়ে বিভ্রান্তি থাকলেও, একথা নিঃসন্দেহে বলা যায়, বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে এক জন অন্যতম প্রভাবশালী ব্যক্তি তিনি। এই মুহূর্তে দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি একসঙ্গে প্রশাসনিক ও দলীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২০১২ ও ২০২১ সালে যাঁকে ‘বিশ্বের সবথেকে প্রভাবশালী ১০০ ব্যক্তি’র তালিকায় রেখেছিল ‘টাইম’ ম্যাগাজিন। নিজের বয়সকে শুধুমাত্র একটা ‘নম্বর’ মনে করে এখনও তরতাজা যৌবনের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles