Sambad Samakal

Sashi Panja: রাজ্যকে জানিয়ে গেলে এই পরিস্থিতি হতনা! কেন্দ্রীয় এজেন্সিকে কী পরামর্শ মন্ত্রী শশীর?

Jan 5, 2024 @ 6:13 pm
Sashi Panja: রাজ্যকে জানিয়ে গেলে এই পরিস্থিতি হতনা! কেন্দ্রীয় এজেন্সিকে কী পরামর্শ মন্ত্রী শশীর?

শুক্রবার ইডি তল্লাশিকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের এলাকা। তবে রাজ্য সরকারকে জানিয়ে ইডির তদন্তকারীরা তল্লাশিতে গেলে এই পরিস্থিতি তৈরি হতনা, এমনটাই মত রাজ্যের মন্ত্রী শশী পাঁজার।

শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যেটা ঘটেছে, সেটা দুর্ভাগ্যজনক। না ঘটলেই ভালো হত। আমরা জানতে পেরেছি, ওখানে গ্রামবাসীদের উত্তক্ত করা হয়েছিল। রাজ্য সরকারও এই তল্লাশির বিষয়ে কিছু জানতোনা। এটা মানতে হবে যে সব রাজ্যেই কিছু সংবেদনশীল এলাকা থাকে। সেখানে যাওয়ার অন্তত দশ মিনিট আগেও যদি রাজ্যের মুখ্যসচিবকে জানাতেন, তাহলে এধরনের ঘটনা ঘটতনা। আমি অনুরোধ করব, ইডির তদন্তকারীরা যেন এটা ভেবে দেখেন। এটা আসলে বাংলাকে বদনাম করার চক্রান্ত। এখানে যে আইনশৃঙ্খলা নেই, একটা গন্ডগোল লাগিয়ে, সেটাই প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে।”

Related Articles