উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযান চালাতি গিয়ে আক্রান্ত হয়েছেন ইডির তদন্তকারীরা। হামলার শিকার হন সংবাদমাধ্যমের কর্মীরাও। এই পরিস্থিতিতে সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ফোনে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে সম্পূর্ণ ভেঙে পড়েছে, সেই বিষয়ে অভিযোগ জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন রোহিঙ্গারা! অবিলম্বে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে উপযুক্ত পদক্ষেপ করার আবেদনও জানিয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।