Sambad Samakal

Aditya L1: সফল ভারতের সৌর-অভিযান! সূর্যের কক্ষপথে বসল আদিত্য এল১

Jan 6, 2024 @ 6:37 pm
Aditya L1: সফল ভারতের সৌর-অভিযান! সূর্যের কক্ষপথে বসল আদিত্য এল১

ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে ঐতিহাসিক দিন! শনিবার বিকেলে সূর্যের কক্ষপথে সফলভাবে প্রতিস্থাপিত করা হল সৌরযান আদিত্য এল১-কে। সূর্যের কাছে ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টে পৌঁছন ভারতের সৌরযান।

আগামী পাঁচ বছর এল১ পয়েন্ট থেকেই পৃথিবীতে তথ্য পাঠাবে আদিত্য এল১। আগে থেকেই ওই এলাকাশ নাসার বেশ কয়েকটি সৌরযান রয়েছে। তারমধ্যে গৌরবের সঙ্গে স্থান করে নিল ভারতের সৌরযান। ইসরোর এই নয়া সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

Related Articles