দুবাইয়ে পাচার করা হয়েছে রেশন দুর্নীতির ২ হাজার কোটি টাকা! ফরেন মানি এক্সচেঞ্জের নাম করে একাজ করেছেন শংকর আঢ্য! শনিবার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ বেঞ্চের সামনে এমনই বিস্ফোরক দাবি করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী।
রেশন দুর্নীতি কাণ্ডে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যকে শুক্রবার রাতেই গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার স্বাস্থ্য পরীক্ষার পরে তাঁকে আদালতে পেশ করা হয়।
সেখানেই জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠি মুখবন্ধ খামে বিচারকের সামনে পেশ করে ইডি। দাবি করা হয়, রেশন দুর্নীতি কাণ্ডে এখনও প্রায় ১০ হাজার কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। যার মধ্যে শংকর আঢ্য নিজের ব্যবসার মাধ্যমে ২ হাজার কোটি টাকা দুবাইয়ে পাচার করেছেন। এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে তাই শংকরকে হেফাজতে নিয়ে আরও জেরা করতে চান ইডি আধিকারিকরা।