Sambad Samakal

Sekh Sahjahan: ‘মেঘনাদ’ শেখ শাহজাহান! অজ্ঞাত স্থান থেকে অডিও মেসেজে কী বার্তা?

Jan 6, 2024 @ 8:15 pm
Sekh Sahjahan: ‘মেঘনাদ’ শেখ শাহজাহান! অজ্ঞাত স্থান থেকে অডিও মেসেজে কী বার্তা?

তাঁকে নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর মেঘের আড়াল থেকে ‘মেঘনাদ’-এর মতই অডিও বার্তা প্রকাশ করলেন সন্দেশখালির শেখ শাহজাহান। যেখানে তাঁকে বলতে শোনা গেল, “আমি শেখ শাহজাহান বলছি।”

অডিও বার্তায় শেখ শাহজাহান বলেন, “আমার এলাকার সমস্ত তৃণমূল সৈনিকদের কাছে অনুরোধ, এইসব সিবিআই-ইডিকে কোনও ভয় নেই। শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এটা বুঝতে পারছ, এটা রাজনৈতিক চক্রান্ত। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেখালিতে তৃণমূলকে শেষ করে দিতে পারবে। কোনও দোষ করলে মাথা কেটে ফেলুন।”

Related Articles