বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাইক মিছিলকে কেন্দ্র করে ডানকুনিতে ধুন্ধুমার! রবিবার সকালে যুব মোর্চার আয়োজনে হুগলির চৌমাথা থেকে বাইক মিছিল শুরু করেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। ডানকুনি হাউসিং মোড়ের কাছে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড তৈরি করে বাইক মিছিল আটকে দেয়।
তখনই পুলিশের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। ব্যারিকেড ভেঙে জাতীয় সড়কের ওপরে বসে পড়েন সুকান্ত সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের একাংশ। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।