Sambad Samakal

DYFI Brigade: ব্রিগেডের মঞ্চে অভিষেক ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর! ‘কামব্যাকে’র বার্তায় উজ্জীবিত হবে বাম শিবির?

Jan 7, 2024 @ 3:45 pm
DYFI Brigade: ব্রিগেডের মঞ্চে অভিষেক ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর! ‘কামব্যাকে’র বার্তায় উজ্জীবিত হবে বাম শিবির?

রবিবাসরীয় ‘ইনসাফ’ ব্রিগেডের মঞ্চে অভিষেক হল ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর! বাম যুব সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষীকে সামনে রেখেই এবারের ব্রিগেডের সলতে পাকিয়েছিল বামেরা। আর দিনের শেষে ‘হাউসফুল’ ব্রিগেডের মাঠে দলীয় কর্মী-সমর্থকদের মন জয় করলেন মীনাক্ষী মুখার্জি।

এদিন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের আগে মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন মীনাক্ষী। বাংলা ও হিন্দি মিশিয়ে অনর্গল লড়াইয়ের বার্তা দিতে থাকেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামেদের কামব্যাক করতেই হবে। এই ব্রিগেড সেই কামব্যাকের শুরু করল। কারণ এটা টি২০-র ম্যাচ নয়, টেস্ট ক্রিকেট। নির্বাচনী রাজনীতির ময়দানে ধর্ম নয়, অন্ন-বস্ত্র-বাসস্থান-কর্মসংস্থানের মূল ইস্যুগুলোকে তুলে আনতে হবে। আর একমাত্র বামেরাই সেই কাজটা করতে পারবে।”

ব্রিগেড সমাবেশের একাংশ

নিজের বক্তব্য রাখাকালীন কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন উদ্ধৃত করতে গিয়ে গুলিয়ে ফেলেন মীনাক্ষী। লক্ষ মানুষের সামনে অবলীলায় বলে ফেলেন, ‘ভুলে গেছি’। সঙ্গে সঙ্গেই মঞ্চে উপস্থিত অন্যেরা ধরিয়ে দেন তাঁকে। সবমিলিয়ে এদিনের ব্রিগেডের মঞ্চে ‘হিট’, ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখার্জি। তবে তাঁর ‘কামব্যাকের’ বার্তা আদৌ দলীয় কর্মী-সমর্থকদের কতটা চাঙ্গা করতে পারল, তার উত্তর পাওয়া যাবে লোকসভা নির্বাচনের ভোটবাক্সেই।

Related Articles