Sambad Samakal

Nandigram: নন্দীগ্রাম শহিদ দিবসে সম্মুখসমরে শুভেন্দু-কুণাল! ৩৫৫ প্রয়োগের দাবি!

Jan 7, 2024 @ 12:56 pm
Nandigram: নন্দীগ্রাম শহিদ দিবসে সম্মুখসমরে শুভেন্দু-কুণাল! ৩৫৫ প্রয়োগের দাবি!

রবিবার, ৭ জানুয়ারি নন্দীগ্রামের ভাঙাবেড়ায় শহিদ দিবসের কর্মসূচীকে ঘিরে সম্মুখসমরে শুভেন্দু-কুণাল! এদিন ভোরে প্রথমে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ তর্পণ কর্মসূচী পালন করে তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ অন্যান্যরা।

এর কিছুক্ষণ পরে প্রায় একই যায়গায় পাল্টা শহিদ স্মরণ কর্মসূচী পালন করে বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ওই সভা থেকেই রাজ্যপালের কাছে রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি তোলেন শুভেন্দু।

পাল্টা কুণাল ঘোষ বলেন, “রাজ্যে যে সমস্ত বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা ঘটছে, তার পেছনে শুভেন্দুর উসকানি রয়েছে। যার নাম সিবিআইয়ের এফআইআরে রয়েছে, তাকে অবিলম্বে গ্রেফতার করার জন্য রাজ্যপাল দিল্লির কাছে দরবার করুন।”

Related Articles