Sambad Samakal

Sukanta Majumdar: সাতসকালে বাম যুবদের বিক্ষোভের মুখে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার!

Jan 7, 2024 @ 11:00 am
Sukanta Majumdar: সাতসকালে বাম যুবদের বিক্ষোভের মুখে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার!

রবিবাসরীয় শহরে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ। আর তারআগেই সাতসকালে বাম যুবদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার!

এদিন সকালে উত্তরবঙ্গ থেকে ট্রেনে শিয়ালদহ স্টেশনে নামেন সুকান্ত। সেই সময়েই ব্রিগেডে যাওয়ার জন্য স্টেশন চত্বরে জমায়েত হতে শুরু করেছিলেন বাম কর্মী-সমর্থকরা। স্টেশন চত্বরে গাড়িতে ওঠার সময়েই তাঁকে ঘিরে ধরেন বাম যুবরা। লাগাতার স্লোগান দিতে থাকেন, ‘বিজেপি হাটাও, দেশ বাঁচাও’। আচমকা এই ঘটনায় স্বভাবতই হতবাক হয়ে পড়েন সুকান্ত মজুমদার। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত গাড়ি করে শিয়ালদহ স্টেশন চত্বর ছাড়েন তিনি।

Related Articles