ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় গুলি! মৃত তৃণমূল কংগ্রেস কর্মী! রবিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে।
জানা যাচ্ছে, গুলিতে মৃত তৃণমূল কর্মীর নাম সত্যেন চৌধুরী। বহরমপুর শহরে তিনি সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। পুলিশ সূত্রে খবর, কয়েক জন দুষ্কৃতি বাইকে চেপে এসে পরপর তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে সত্যেন চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।