সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযানকে কেন্দ্র করে ঘটে গিয়েছে ধুন্ধুমার কাণ্ড। এবার এই ঘটনায় ফের নবান্নের কাছে জবাব তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা যাচ্ছে, লিখিতভাবে রাজভবনের পক্ষ থেকে তিনটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে।
রাজভবন সূত্রে খবর, রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়াও, শেখ শাহজাহান এই মুহূর্তে রাজ্যে রয়েছে, নাকি বাংলাদেশে পালিয়ে গিয়েছেশ তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি সন্দেশখালিতে অশান্তির দিন যে সমস্ত পুলিশ আধিকারিকরা দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও প্রস্তাব করা হয়েছে।