বেশ কিছুদিন ধরেই নবীন-প্রবীণ বিতর্কে সরগরম তৃণমূল কংগ্রেস। রবিবারই এবিষয়ে নিজের মতপ্রকাশ করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরের দিনই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন গঙ্গাসাগরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, “৬০ বছর বয়স হলেই আমরা কাউকে বিদায় দিইনা। যোগ্যতা থাকলে তাঁকে আবার নতুন করে দায়িত্ব দিই। এমন অনেকেই আমাদের সরকারে আছেন।”