উত্তর চব্বিশ জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হল সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে! সোমবার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, আপাতত জেলা পরিষদের মৎস ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষের দায়িত্ব তিনি নিজেই সামলাবেন।
তবে আচমকা কেন এমন সিদ্ধান্ত? সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারায়ণ গোস্বামী জানান, যেহেতু শেখ শাহজাহান এই মুহূর্তে জেলা পরিষদের দপ্তরে আসতে পারছেননা, তাই মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেকথা ভেবেই এই সিদ্ধান্ত।