একের পর এক বিতর্কিত মন্তব্য করে, বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধেই সরাসরি সুপ্রিমকোর্টের দারস্থ হলেন তৃণমূল ছাত্র নেতা সুদীপ রাহা।
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টিআকর্ষণ করে সুদীপ দাবি করেছেন, সাংবিধানিক পদে বসেও বারবার রাজনৈতিক মন্তব্য করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী যে মামলা তাঁর বিচারাধীন নয়, সেই বিষয়েও প্রকাশ্যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করছেন। তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছেন। যা কখনওই এক জন সম্মানিত বিচারপতির আচরণ হতে পারেনা। এজন্য সুপ্রিমকোর্টের কাছে সুদীপের আর্জি, সংবিধানের ১২৪ (৪) ধারা প্রয়োগ করা হোক।