রেশন দুর্নীতি মামলায় অভিযান চালাতে গিয়ে সন্দেশখালি ও বনগাঁয় আক্রান্ত হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই পরিস্থিতিতে সোমবার গভীর রাতে কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন।
জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতার ইডি দফতরে ডিরেক্টর রাহুল নবীনের নেতৃত্বে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সূত্রের খবর, সেখানেই সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর আক্রমণের নেপথ্যে থাকা মূল অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে ‘বড়’ পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন ইডি আধিকারিকদের সঙ্গেও দেখা করতে পারেন রাহুল নবীন।