Sambad Samakal

Mamata: জয়নগরে তৈরি হচ্ছে মোয়া হাব! কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

Jan 9, 2024 @ 3:04 pm
Mamata: জয়নগরে তৈরি হচ্ছে মোয়া হাব! কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

বাঙালির শীতকালের সঙ্গে জয়নগরের মোয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। আর সেই মোয়াকে কেন্দ্র করেই তৈরি হতে চলেছে আস্ত একটা হাব! মঙ্গলবার জয়নগরে গিয়ে এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা জানান, জয়নগরের রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে মোয়া হাব। ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। এরফলে নতুন অনেক কর্মসংস্থানও তৈরি হবে। জয়নগরের মোয়া ও সুন্দরবনের মধুর জিআই ট্যাগ পাওয়ার বিষয়টিও এদিন মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে।

Related Articles