Sambad Samakal

Shovandeb: ওদের ইডি-সিবিআই থাকলে আমাদেরও ছাত্র-যুব আছে! কাদের হুঁশিয়ারি মন্ত্রী শোভনদেবের?

Jan 9, 2024 @ 12:03 pm
Shovandeb: ওদের ইডি-সিবিআই থাকলে আমাদেরও ছাত্র-যুব আছে! কাদের হুঁশিয়ারি মন্ত্রী শোভনদেবের?

ওদের ইডি-সিবিআই থাকলে আমাদেরও ছাত্র-যুব আছে! নাম না করে বিজেপিকে এই ভাষাতেই কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এবার ইডি গেলেই জনবিস্ফোরণ হবে। সবে’তো এক যায়গায় হয়েছে। এরপরে গোটা রাজ্যজুড়ে হবে। ওদের ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স থাকলে, আমাদেরও ছাত্র, যুব, শ্রমিক সংগঠন আছে। ওদের গণসংগঠন নেই, আমাদের আছে। আমাদের ভীত-সন্ত্রস্ত করা যাবেনা। বিজেপি লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নূতি করেছে, ক্যাগ রিপোর্ট অনুযায়ী, সেখানে শাহজাহান’তো কিছুই নয়।”

Related Articles