Sambad Samakal

ED Raid: কী খুঁজতে তল্লাশি চলছে সকাল থেকে? কী জানালেন মন্ত্রী সুজিত বসুর ছেলে?

Jan 12, 2024 @ 6:03 pm
ED Raid: কী খুঁজতে তল্লাশি চলছে সকাল থেকে? কী জানালেন মন্ত্রী সুজিত বসুর ছেলে?

পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে শনিবার সকাল থেকে প্রায় ১০ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতে। এদিন বিকেলে আচমকাই মন্ত্রীপুত্র সমুদ্রকে নিয়ে বাইরে আসেন ইডির তদন্তকারী আধিকারিকরা। অন্য একটি বাড়ি ও অফিসে তল্লাশি অভিযানে যান তাঁরা।

সেই সময়েই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রীপুত্র সমুদ্র জানান, “ওঁরা ওঁদের কাজ করছেন। আমরা সমস্ত রকমভাবে সহযোগিতা করছি। তদন্ত চলছে। ওঁদের কাজ করতে দিন।” প্রসঙ্গত, সকাল থেকে ইডি অভিযান চলায় মন্ত্রীর বহু সমর্থক বাড়ির সামনে ভিড় করে রয়েছেন। তাঁদের উদ্দেশেও সুজিত বসুর ছেলে সমুদ্র, ইডিকে সহযোগিতা করার আবেদন করেন।।

Related Articles