শুক্রবার সকাল থেকেই রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ও উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই তল্লাশি অভিযানকে বিজেপির চক্রান্ত বলে আখ্যা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডি তল্লাশি প্রসঙ্গে কুণাল বলেন, “বিজেপির নির্দেশে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে এই তল্লাশি চলছে। বিজেপি নেতারা প্রতিদ্বন্দ্বিদেট তালিকা পাঠিয়ে দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সির কাছে। আর তারপরেই তল্লাশি শুরু হচ্ছে। মানুষের মনে তৃণমূল সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে। এফআইআরএ নাম থাকা সত্ত্বেও শুভেন্দুর বাড়িতে তল্লাশি হয়না।”