Sambad Samakal

Gangasagar: গঙ্গাসাগরে অসুস্থ ভিন রাজ্যের পূণ্যার্থী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হল কলকাতায়

Jan 13, 2024 @ 2:45 pm
Gangasagar: গঙ্গাসাগরে অসুস্থ ভিন রাজ্যের পূণ্যার্থী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হল কলকাতায়

গঙ্গাসাগর মেলায় অসুস্থ ভিন রাজ্যের পূণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হল কলকাতার এসএসকেএম হাসপাতালে। জানা যাচ্ছে, গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনার কাজে উপস্থিত রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উদ্যোগেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

স্থানীয় সূত্রে খবর, রাজস্থানের বাসিন্দা বছর ৬০-এর সগুনা নামের জনৈক মহিলা হৃদরোগে আক্রান্ত হন শুক্রবার। গঙ্গাসাগরে তৈরি অস্থায়ী হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে আসা হয় ওই মহিলাকে। রাজ্য সরকারের এই তৎপরতায় স্বভাবতই খুশি অসুস্থ মহিলার পরিবারের সদস্যরাও।

Related Articles