বিরোধী ইন্ডিয়া জোটের আহ্বায়ক হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জানা যাচ্ছে, শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকে আহ্বায়ক হিসেবে নীতিশ কুমারের নাম প্রস্তাব করা হয়। কিন্তু তিহি দায়িত্ব নিতে রাজি না হননি। এরপরেই জোটের আহ্বায়ক হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নামে শিলমোহর দেন বাকিরা।
জানা যাচ্ছে, এদিনের বৈঠকে মোট ১৪টি বিরোধী দলের প্রতিনিধিরা যোগ দেন। ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অন্যান্যরা। অনুপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।