ফের গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাত থেকে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তীব্র জ্বর, খিঁচুনি, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে মদনের। এমনকী সোডিয়াম-পটাশিয়ামের তারতম্যের জন্য মাঝেমধ্যেই আবোলতাবোল কথা বলছেন তিনি।
বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে মদন মিত্রের। এই মুহূর্তে আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই খবর হাসপাতাল সূত্রে।