ফের জাঁকিয়ে ঠান্ডা! শনিবার শহর কলকাতায় চলতি মরসুমের শীতলতম দিন! আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বাধাহীন উত্তুরে হাওয়ার জেরে এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে যাবে তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাতেই এবার তীব্র ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। আগামী সপ্তাহে পৌষ সংক্রান্তির সময়ে ঠান্ডার দাপট আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৬ শতাংশ।