Sambad Samakal

Madan Mitra: ভেঙেছে মেরুদন্ডের হাড়, ফের হবে অস্ত্রোপচার! কেমন আছেন মদন মিত্র?

Jan 14, 2024 @ 10:51 am
Madan Mitra: ভেঙেছে মেরুদন্ডের হাড়, ফের হবে অস্ত্রোপচার! কেমন আছেন মদন মিত্র?

গুরুতর অসুস্থ অবস্থায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানা যাচ্ছে, রবিবাট তাঁর এমআরআই পরীক্ষা হবে। এরপরেই ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের মেরুদন্ডের নিচের দিকের হাড় ভেঙেছে। শনিবার রক্তও দেওয়া হয় তাঁকে। এছাড়াও এসএসকেএম হাসপাতালে থাকাকালীন কাঁধের হাড়ের চিকিৎসার বিষয়টিও খতিয়ে দেখা হবে। যদিও চিকিৎসকদের দাবি, হাসপাতালে কার্যত অধৈর্য হয়ে পড়ছেন মদন, কিছুতেই ভর্তি থাকতে চাইছেননা।

Related Articles