সন্দেশখালিতে ইডি আধিকারিক ও সংবাদমাধ্যমের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার আরও ২ ব্যক্তি। জানা যাচ্ছে, বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে আলি হোসেন ঘরামি ও সঞ্জয় মন্ডল নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে ধৃতদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি পুলিশের।
প্রসঙ্গত, সন্দেশখালি কাণ্ডে আগে আরও দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই নিয়ে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল চার।