রেশন দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! সোমবার সকাল থেকে শহরজুড়ে ৪/৫টি স্থানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জানা যাচ্ছে, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত শংকর আঢ্যর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিংহের সল্টলেকের অফিসে চলছ তল্লাশি অভিযান।
অন্যদিকে, চৌরঙ্গী এলাকার শংকর আঢ্যর ব্যবসায়ীক অফিসেও হানা দিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, বিভিন্ন ভুয়ো কোম্পানির মাধ্যমে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। সেই অর্থের উৎস সন্ধানেই এই তল্লাশি অভিযান বলে খবর।