এবার থেকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হবে বাংলা ভাষায়! সোমবার এমনই পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আদালতে গ্রাম বাংলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ মামলা করতে আসেন। তাদের মধ্যে সকলে ইংরেজি ভাষা নাও বুঝতে পারেন। একারণেই এখন থেকে প্রয়োজনে বাংলায় সওয়াল-জবাব শোনা হবে। কলকাতা হাইকোর্টের অন্য বেঞ্চ না শুনলেও, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বাংলাতেই সওয়াল-জবাব শোনা হবে।