প্রাথমিকের মামলা সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ফেরত পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! জানা যাচ্ছে, ওই মামলার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক নেই।
বিজেশ গাজী নামের জনৈক এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন, পঞ্চম শ্রেণিকে সম্পূর্ণভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্ভুক্ত করার দাবিতে। বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলার শুনানির সময়ে বলেন, যেহেতু এটি রাজ্য সরকারি শিক্ষা নীতির সঙ্গে সম্পৃক্ত তাই জনস্বার্থ মামলা হিসেবেই বিচার হওয়া উচিত। তাই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে মামলাটি ফেরত পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।