গঙ্গাসাগর থেকে ফেরার পথে বিপত্তি! আচমকাই মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে গেল পূণ্যার্থীবোঝাই ভেসেল! জানা যাচ্ছে, সোমবার গভীর রাত থেকে পূণ্যার্থীবোঝাই ভেসেলটি মাঝ নদীতে আটকে ছিল। মঙ্গলবার সকাল থেকে স্পিডবোটের মাধ্যমে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে এনডিআরএফ কর্মীরা।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সোমবার গভীর রাতে নদী পার করার সময়ে ঘন কুয়াশা ছিল। ফলে কিছু বুঝে ওঠার আগেই চড়ায় আটকে যায় ভেসেলটি। তবে শেষপর্যন্ত সমস্ত পূণ্যার্থীকেই নিরাপদভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।