দক্ষিণেশ্বরে মেট্রোরেলের সম্প্রসারণের জন্য প্রয়োজনে ভাঙা হতে পারে স্কাইওয়াক, এমনই সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে রাজ্যকে জানিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। আর তার বিরুদ্ধেই মঙ্গলবার কার্যত গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, শেষ রক্তবিন্দু থাকতে স্কাইওয়াক ভাঙতে দেবনা।
এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দক্ষিণেশ্বরের স্কাইওয়াক আমার হৃদয়ের মণিমুক্ত। শেষ রক্তবিন্দু থাকতে তা ভাঙতে দেবনা। প্রয়োজনে আমি বিকল্প রুট তৈরি করে দেব। বুদ্ধি খরচ করতে হবে।”