সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে, অবিলম্বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গেরুয়া রং করে কেন্দ্রের লোগো লাগাতে হবে। কেন্দ্রের এই ‘গেরুয়াকরণ’-এর সিদ্ধান্ত যে পশ্চিমবঙ্গ মানবেনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেম, কেন্দ্রের এই তুঘলকি ফরমান কোনওমতেই মানা সম্ভব নয়। কারণ রাজ্য সরকারের আর্থিক সাহায্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চললেও, তারা প্রত্যেকেই স্বয়ংশাসিত সংস্থা। সেখানে কোনওরকম অযাচিত হস্তক্ষেপ করা সম্ভব নয়।