আগামী ২১ জানুয়ারি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফের প্রতিষ্ঠা দিবস। ওই দিন ধর্মতলায় ২১ জুলাইয়ের সভাস্থল, ভিক্টোরিয়া হাউসের সামনে জনসভা করতে চেয়ে কলকতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ার মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটি দায়ের হয়েছে। ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেস সভা করতে পারলে, কেন তাদের অনুমতি দেওয়া হবেনা, সেই প্রশ্ন তুলেছেন নওশাদ। জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ বুধবার মামলাটির শুনানি হবে।