টাকার বিনিময়ে ফ্ল্যাট প্রতারণা মামলায় সশরীরে হাজিরা দিতেই হবে আদালতে! মঙ্গলবার তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের আবেদন খারিজ করে এমনই নির্দেশ দিলেন আলিপুর জজ কোর্টের বিচারক।
জানা যাচ্ছে, মামলার শুনানির সময়ে সশরীরে হাজিরা না দিয়ে আইনজীবী মারফত নথিপত্র পাঠানোর আবেদন জানিয়েছিলেন নুসরত। প্রথমে আলিপুর আদালত এই আবেদন খারিজ করে দেয়। এরপরে সেই রায়ের বিরদ্ধে আলিপুর জজ কোর্টের দারস্থ হন অভিনেত্রী। এদিন আলিপুর জজ কোর্টও নুসরতের আবেদন খারিজ করে দিয়ে জানিয়ে দিল, মামলার শুনানির প্রথম দিলে সশরীরে আদালতে উপস্থিত হতেই হবে তাঁকে। যদিও এই বিষয়ে তৃণমূলের তারকা সাংসদের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।