রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছিল রাজ্য পুলিশ। এবার সেই মামলাই সিবিআইয়ের হাতে হস্তান্তরের দাবি করল ইডি!
জানা যাচ্ছে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের আইনজীবী জয় সেনগুপ্তের এজলাসে ইডির আইনজীবীরা জানান, রাজ্য পুলিশের তদন্তের ওপরে তাদের কোনও আস্থা নেই। তাই এই মামলা কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হোক।