সোমবার রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যের একাধিক কোম্পানির অফিস ও ফ্ল্যাটে তল্লাশি চালান ইডির তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, সেই তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণে বাংলাদেশী মুদ্রা।
ইডি সূত্রে খবর, শংকর আঢ্যের মার্কুইজ স্ট্রিটের অফিস ও ফ্ল্যাট থেকেই মূলত বাংলাদেশী মুদ্রা উদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণে বাংলাদেশী মুদ্রা মজুত করে রাখা হয়েছিল কেন, সেটাই প্রশ্ন তদন্তকারীদের। আদৌ এই মুদ্রা আইনি পথে মজুত করা হয়েছিল কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।