Sambad Samakal

Mahua Moitra: অবিলম্বে সরকার বাংলো খালি করার নির্দেশ! ফের চিঠি মহুয়াকে

Jan 17, 2024 @ 10:46 am
Mahua Moitra: অবিলম্বে সরকার বাংলো খালি করার নির্দেশ! ফের চিঠি মহুয়াকে

অর্থের বিনিময়ে আদানির বিরুদ্ধে প্রশ্ন কাণ্ডে সাংসদ পদ খারিজ হয়েছে তৃণমূলের মহুয়া মৈত্রের। তারপরেই দিল্লিতে তাঁর সরকারি আবাসন খালি করার জন্য নোটিশ ধরা কেন্দ্র। যার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দারস্থ হয়েছিলেন মহুয়া। উচ্চ আদালত তাঁকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নির্দেশ দেয়।

এরপরেই ফের মহুয়াকে নোটিশ ধরাল কেন্দ্র। বলা হয়েছে, যত দ্রুত সম্ভব দিল্লির সরকারি বাংলো খালি করে দিতে হবে মহুয়াকে। এখন দেখার এই নোটিশের পরে কী পদক্ষেপ নেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ।

Related Articles