Sambad Samakal

Suvendu: ২২ জানুয়ারি মমতার ‘সম্প্রীতি মিছিলের’ বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু! কী দাবি বিরোধী দলনেতার?

Jan 17, 2024 @ 11:51 am
Suvendu: ২২ জানুয়ারি মমতার ‘সম্প্রীতি মিছিলের’ বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু! কী দাবি বিরোধী দলনেতার?

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনই কলকাতায় সর্বধর্মসমন্বয়ে ‘সম্প্রীতি মিছিলের’ কর্মসূচী ঘোষণা করেছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচীর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে শুভেন্দু আবেদন জানান, রাম মন্দির উদ্বোধনের দিন যে মিছিলের আয়োজন করা হয়েছে, তা পিছিয়ে দেওয়া হোক। এরসঙ্গেই রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েনের দাবি তোলা হয়েছে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে।

Related Articles