Sambad Samakal

Book Fair: বিশ্বসেরা হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, উদ্বোধনী মঞ্চ থেকে কী বললেন মুখ্যমন্ত্রী?

Jan 18, 2024 @ 5:20 pm
Book Fair: বিশ্বসেরা হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, উদ্বোধনী মঞ্চ থেকে কী বললেন মুখ্যমন্ত্রী?

বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়ে গেল ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গেই উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীরাও।

এদিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানেই জীবনকৃতী সম্মাননা প্রদাণ করা হয় জীবন্ত কিংবদন্তি সাহিত্যিক বাণী বসুকে। নিজের হাতে সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, “আগে বইমেলা একটা ছোট্ট যায়গায় হত। ১৯৯৫ সালে আমার প্রথম বই বেরিয়েছিল, সেই সময় থেকে বইমেলার সঙ্গে আমার সম্পর্ক। আন্তর্জাতিক কলকাতা বইমেলা একদিন বিশ্বসেরা হবে, এটাই আমার বিশ্বাস। আমাদের সরকার বইমেলার আয়োজনে সমস্ত ধরনের সহযোগিতা করে এসেছে, আগামী দিনেও করবে।”

Related Articles