১০০ দিনের কাজের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন আগেই একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলার পরিপ্রেক্ষিতে জব কার্ড দুর্নীতির তদন্তে একটি তিন সদস্যের দল তৈরি করে দিলেন। সেখানে এক জন রাজ্য, এক জন কেন্দ্র ও এক জন সিএজি বা ক্যাগের প্রতিনিধি থাকবেন। সমস্ত দিক খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দেবে ওই কমিটি।
এদিন মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম প্রশ্ন তোলেন, দুর্নীতি হয়ে থাকলেও প্রকৃত প্রাপক বা যোগ্য ব্যক্তিরা কেন মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন? রাজ্যের তরফে জানানো হয়, প্রকৃত প্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা তাদের হাতে রয়েছে। প্রধান বিচারপতি নিজের পর্যবেক্ষণে বলেন, ফের দ্রুত যাতে জব কার্ডের কাজ শুরু করা যায়, সেজন্য কেন্দ্র ও রাজ্য উভয়কেই উদ্যোগী হতে হবে।