Sambad Samakal

Kolkata Police: কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে চাঁদের হাট, দৌড়লেন অভিষেক, সৌরভ, দেব, আবির

Jan 21, 2024 @ 10:27 am
Kolkata Police: কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে চাঁদের হাট, দৌড়লেন অভিষেক, সৌরভ, দেব, আবির

রবিবার ভোরের কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে চাঁদের হাট! ট্রাফিক আইন সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে এদিনের হাফ ম্যারাথনে দৌড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ-অভিনেতা দেব, বাঙালির দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা আবির চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠানে রেড রোডে হাওয়ার জেরে আচমকা একটি অস্থায়ী তোরণ ভেঙে পড়ে জখম হয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা। বর্তমানে মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Related Articles