Sambad Samakal

Bilkis Bano: সুপ্রিম নির্দেশে জেলে ফিরল বিলকিস কাণ্ডের ১১ অপরাধী

Jan 22, 2024 @ 11:23 am
Bilkis Bano: সুপ্রিম নির্দেশে জেলে ফিরল বিলকিস কাণ্ডের ১১ অপরাধী

সুপ্রিম নির্দেশে অবশেষে জেলে ফিরতে হল বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া ১১ জন অপরাধী। জানা যাচ্ছে, রবিবার রাত ১২টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল অপরাধীদের। সেই নির্দেশ অনুযায়ী, রাত সাড়ে ১১টা নাগাদ গোধরা জেলে আত্মসমর্পণ করেন ১১ জন অপরাধী।

প্রসঙ্গত, বিলকিস বানো গণধর্ষণ মামলায় সুপ্রিমকোর্ট স্পষ্ট করে নির্দেশ দিয়েছিল অপরাধীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত আইনানুগ ছিলনা। তাই আবার তাদের জেলেই ফিরতে হবে।

Related Articles