Sambad Samakal

Ram Mandir: শুধুই মোদিময় অযোধ্যা! রাম মন্দির উদ্বোধনে কেন নেই আদবানি-যোশী জুটি?

Jan 22, 2024 @ 11:52 am
Ram Mandir: শুধুই মোদিময় অযোধ্যা! রাম মন্দির উদ্বোধনে কেন নেই আদবানি-যোশী জুটি?

আজ সোমবার, রাম মন্দির উদ্বোধনের দিন শুধুই মোদিময় গোটা অযোধ্যা! তবে অযোধ্যায় এদিনের বিশেষ অনুষ্ঠানে থাকছেননা রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম দুই মুখ লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর যোশী৷

জানা যাচ্ছে, রাম জন্মভূমি কমিটির পক্ষ থেকে এই দুই বর্ষীয়ান রাজনীতিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁরা উপস্থিত থাকতে পারবেননা বলে জানিয়েছেন।

তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, কেবলই ‘মোদি-শো’তে রূপান্তরিত হয়েছে, তাতে খুব একটা খুশি নন আদবানি-যোশী।

Related Articles