আজ ২২ জানুয়ারি, সোমবার অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের দ্বারোদঘাটন করে প্রাণপ্রতিষ্ঠা করা হবে শ্রী রামচন্দ্রের। আর তার আগে সকাল থেকেই উৎসবের মেজাজ গোটা অযোধ্যা নগরীতে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত সহ অন্যান্যরা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
জানা যাচ্ছে, দুপুর ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ডে শুরু হবে শ্রী রামচন্দ্রের প্রাণপ্রতিষ্ঠার কাজ। যা চলবে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত। অর্থাৎ মাত্র ৮৪ মিনিটের মাহেন্দ্রক্ষণের মধ্যেই সম্পন্ন হনে প্রাণপ্রতিষ্ঠার কাজ।